Template:Please leave this line alone (Abdul Mannan Rana)

Abdul Mannan Rana
Bangladeshi Singer
Born16 Feb 1958
Chattogram
OccupationSinger

‘যেখানেই যাও ভালো থেকো’ গানটি খ্যাত চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা। ১৯৭৪ সালে বাংলাদেশ বেতার ও ১৯৭৫ সালে টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী আবদুল মান্নান রানা। জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৫৮ ইং, পিতাঃ হাজী আব্দুল আজীজ ও মাতাঃ আম্বিয়া খাতুন।

মরহুম আলমগীর কুম কুম পরিচালিত ,একাধিক পুরষ্কার প্রাপ্ত ছবি “প্রিন্সেস টিনা খান” সিনেমার গানে ১৯৮১ সালে শেখ সাদীর সংগীত পরিচালনায় “বিয়াশাদীর ব্যাপার সেতো আল্লাহর হাতে” প্রথম কন্ঠ দিয়ে শুরু হয় শিল্পীর সংগীত জগত । আব্দুল মান্নান রানা’র অন্যতম অ্যালবাম ‘যেখানে যাও ভালো থেকো’, এটিএন মিউজিক থেকে প্রকাশিত ‘ডায়রী’, লেজার ভিশনের ‘দেশের জন্য’ ও ‘তুমি প্রেম দিয়ে পোড়ালে’সহ প্রায় ৮টি অ্যালবাম বেরিয়েছে। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি গেয়েছেন অনেকের সঙ্গে। রুনা লায়লার সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘চাঁদনী’ ছবিতে, ‘কত দিন পরে দেখা হলো দুজনাতে’ গানটি বেশ হিট হয়েছিল।মরহুম সালমান শাহ অভিনীত “সত্যের মৃত্যু নেই” ছবি’র চিঠি এলো জেলখানাতে গানটিতে কন্ঠ দেন। এ ছাড়া সাবিনা ইয়াসমিন, আবদুল জব্বার, আনজুমান আরা, ফেরদৌসী রহমান, বশীর আহমদ, সৈয়দ আবদুল হাদী এবং সমসাময়িক এন্ড্রু কিশোরসহ অনেকের সঙ্গে নাটক, সিনেমা্র গানে কন্ঠ দেয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। উনার প্রথম ওস্তাদ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংগীত পরিচালক মোহাম্মদ সেকান্দার। এরপর ওস্তাদ মিহির লালা, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া। এ ছাড়া ঢাকার সেতার বাদক আবিদ হোসেন খান এবং অশোক চৌধুরীর কাছেও তিনি তালিম নেন।

আবদুল মান্নান রানা শিল্পী হিসেবে বেশ সুনাম কুড়ালেও ব্যবসার ভুবনেও তিনি বনেদি। রপ্তানিমুখী পোশাক কারখানা আজিজ গার্মেন্টস লিমিটেড, এশিয়া স্পেয়ার অ্যান্ড এক্সেসরিস ও নিপুন রেকর্ডিং স্টুডিওর কর্ণধার তিনি। পাশাপাশি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিটাগাং ক্লাব, বিজিএমইএ, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন আবদুল মান্নান রানা।

edit

List official websites, organizations named after the subject, and other interesting yet relevant websites. No spam.


).